Ads Area

আডসেন্স ডিজাবল্ড সমস্যার সমাধান আর ডিজাবল্ড হবে না কখনো!

আডসেন্স ডিজাবল্ড সমস্যার সমাধান আর ডিজাবল্ড হবে না কখনো!
বিসমিল্লাহির রহমানির রহিম
আসসালামু আলাইকুম
Hello! Friends, আমার আজকের পোষ্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি,,,,

তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো সবাই ভালো আছো। *আমি আলহামদুলিল্লা ভালো আছি

আজকের টপিক,

আডসেন্স ডিজাবল্ড সমস্যার সমাধান আর ডিজাবল্ড হবে না কখনো!
গতকাল থেকে আমি আডসেন্স/আডমুব থেকে আর্নিং বিষয়ে পোস্ট করা শুরু করছি। তো এখানে সব চাইতে বড় সমস্যা আডসেন্স ডিজাবল্ড।

তো আডসেন্স কেনই বা ডিজাবল্ড ও কি করলে ডিজাবল্ড হবে না, আডস শো না করলে কিভাবে ঠিক করতে হবে সেটা নিয়ে আগের পোস্টে বিস্তারিত আলোচনা করেছি।

তো যারা এখনো সেই পোস্ট দেখেন তারা দেখে নিন পোস্টটা – Google Admob থেকে যারা আয় করেন বা করতে চান তাদের জন্য গাইডলাইন ও আডস সমস্যার সমাধান।


চলুন মুল পোস্টে যাই –


আমাদের আডসেন্স ডিজাবল্ড হবার প্রধান কারনিই হলো ইনভালিড ক্লিক (বিস্তারিত জানতে আগের পোস্ট দেখে নিন) । তো এই ইনভালিড ক্লিক যদি না পরে তবে আডসেন্স নষ্ট হবার ও কোন সম্ভাবনা নাই।

এখন এই ইনভালিড ক্লিক থেকে আপনার আডসেন্স রক্ষা করবেন কিভাবে?

নিজের অ্যাপ এ নিজে ক্লিক করলেন না তাহলেই তো ইনভালিড ক্লিক আর পরল না, কিন্তু এখন আপনার অ্যাপ এ যারা কাজ করবে তাদের কেউ যদি ইচ্ছে বা অনিচ্ছাকৃত ভাবে ইনভালিড ক্লিক করে তবে সেক্ষেত্রে কি হবে?

হ্যা, এখান থেকেও গুগল আডসেন্স বাচানোর উপাই আছে যেইটা আজকে শেয়ার করব।

আপনাকে একটা বিষয় মনে রাখতেই হবে যে, নিজের অ্যাপ নিজে কখনো ক্লিক দেয়া যাবে না।
আপনি চাইলে আপনার অন্য ফোন থেকে ক্লিক দিতে পারেন কিন্তু যেই ফোনে আডসেন্স আছে সেটা থেকে কোন ভাবেই একটা সিঙ্গেল ক্লিক ও দেয়া যাবে না।



যাই হোক আপনি যখন বুঝতে পারবেন যে আপনার একাউন্ট এ ইনভালিড ক্লিক পরছে বা CTR খুব বেড়ে যাচ্ছে বা হঠাৎ করেই খুব বেশি ক্লিক পরছে তখন আপনাকে একটা ইনভালিড কন্টাক্ট ফর্ম পুরন করতে হবে।

এই ফর্ম পুরন করার ফলে আপনার একাউন্ট এ যে ইনভালিড ক্লিক পরছে সেটা আপনি আগেই গুগল কে জানিয়ে দিলে তো,  সেই ইনভালিড ক্লিকের ব্যালেন্স আপনার একাউন্ট এ যুক্ত হবে না।

একাউন্ট এ কোন ইনভালিড ক্লিক ও ধরা হবে না ও ব্যালেন্স এ ও কোন ইনভালিড ব্যালেন্স কাটা হবে না।

যারা এডমুব নিয়ে অনেকদিন ধরে কাজ করেন তারা প্রায় অনেকেই এই ট্রিকস টা জানে, কিন্তু কেউ কখনো আপনার সাথে এভাবে শেয়ার করবে না। কারন প্রত্যেকে নিজেই কামাতে চায়, কাউকে ভাগ দিতে চায় না।
আমি আপনাদের সাথে ফ্রিতেই শেয়ার করছি, যদি উপকার হয় আমার ইউটিউব চ্যানেলের লিংক পোস্টের শেষে দিয়ে দিব একটু সাবস্ক্রাইব কইরেন। 😀

ইনভালিড কন্টাক্ট ফর্ম লিংক-  https://support.google.com/adsense/contact/invalid_clicks_contact


ফর্ম কিভাবে পুরন করবেন?


সাইটে ভিজিট করলে এ রকম একটা পেইজ পাবেন এখানে প্রথম ঘরে আপনার নাম দিবেন।


এর পর নিচের দিকে দেখবেন আরেকটা ঘর “Contact Email Address”
এখানে আপনার যে মেইল দিয়ে আডমুব খোলা সেই মেইল দিবেন।




এর পর তার নিচের ঘরে দেখবেন “Adsense Publisher ID”

এখানে আপনার আডসেন্স/আডমুব এর পাবলিশার আইডিটা দিবেন।



এর পরের ঘরে সেখানে দেখবেন লেখা আছে “URL where adcode appear ” এখানে আপনার অ্যাপ এর লিংক দিবেন।



এর পর তার নিচের ঘরে ক্লিক করে “Reporting unusual activists in my account” এইটা সিলেক্ট করে দিবেন।




আপনার কাজ শেষ, বাকি ঘরগুলোতে কিছু দিতে হবে না। এবার একদম নিচ থেকে Submit লেখায় ক্লিক করেন।



কোথাও কেউ না বুঝলে ভিডিও দেখে কাজ করতে পারেন। নিচের লিংক থেকে ভিডিও দেখে নিতে পারেন।

আর কেউ এডমুব না খুলতে পারলে এইভিডিও দেখে খুলে নিবেন।



এই ছিল আজকের ট্রিকস। এটা মেনে চললে আশাকরি কোন সমস্যা হবে না। আর হা ফোর্স ক্লিক কিন্তু করা যাবে না কোনভাবেই না, আর করলে এই ট্রিকস কাজ করবে না।


আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন। পোষ্ট টি ভালো লাগলে অবশ্যই  কমেন্ট করে জানাতে ভুলবেন না

Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad

Ads Area