Ads Area

বাজারে সর্বত্রই পাওয়া যাচ্ছে স্যামসাং এস৮ ও এস৮+

Image result for এস৮ ও এস৮+
এর আগের গ্যালাক্সি নোট৭ নিয়ে বেশ বিপাকে পড়েছিলো প্রতিষ্ঠানটি। তাই এবার এস৮ এবং এস৮+ দিয়ে আবার ক্রেতাদের বিশ্বাস ফিরিয়ে আনতে চাইছে কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং।
গত বুধবার রাতে রাজধানী সিউলে এক অনুষ্ঠানে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস ৮ ও এস৮+ বাজারে আনার কথা প্রকাশ করেছে তারা। আপাতত নিউইয়র্কের বাজারে পাওয়া গেলেও খুব দ্রুত সর্বত্রই পাওয়া যাবে।
অ্যান্ড্রয়েড নোগাট অপারেটিং সিস্টেমের  ৪ জিবি র‌্যামের এ ফোন দুটিতে আছে সেকেন্ডে এক হাজার ভিডিও ক্যাপচার ক্ষমতা সম্পন্ন ১২ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা। সেলফি তোলার জন্য সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরাও রয়েছে বলে টেক রাডারের এক প্রতিবেদন থেকে জানা গেছে।
আরও কিছু ব্যতিক্রমী ফিচারের মধ্যে রয়েছে ডুয়াল কার্ভ ডিসপ্লে, আলট্রা এইচডি ৪কে রেজ্যুলেশান, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫।

Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad

Ads Area