Ads Area

গ্রামীণফোন 4G মডেম সম্পর্কে বিস্তারিত । GP 4G Hostless Internet MODEM

বিসমিল্লাহির রহমানির রহিম
আসসালামু আলাইকুম
Hello! Friends, আমার আজকের পোষ্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি,,,,

আজকের টপিক,

গ্রামীণফোন 4G মডেম সম্পর্কে বিস্তারিত । GP 4G Hostless Internet MODEM
আমি গ্রামে থাকি । ব্রডব্যান্ড নাই । তাই লিমিটেড ইন্টারনেট নিয়েই সন্তুস্ট থাকতে হয় । আর এর জন্য আমার যেই ডিভাইসটি সবচেয়ে দরকারি সেটি হচ্ছে ইউএসবি ইন্টারনেট মডেম । জিপি নেটওয়ার্ক আমার পারসোনাল ফেভারিট । তাই মডেমটাও জিপিরই ব্যাবহার করতাম ।

প্রথমে ৩জি মডেম ব্যাবহার করতাম । কিন্তু আমার ব্যাক্তিগত কিছু ভূলের কারণে মডেমটি নষ্ট হয়ে যায় । যদিও দুই বছর ভালোই সার্ভিস দিয়েছিল । তাই আবার জিপির ৪জি মডেমটি কিনে ফেলি ।

মডেমটি কিনার আগে জিপি ৪জি মডেম নিয়ে ইন্টারনেটে অনেক রিসার্চ করেও মনমতো তথ্য পাই নি । তাই এর সম্পর্কে আমি  নিজেই লিখে ফেললাম । লিখার যেহেতু সুযোগ আছে লিখব না কেন ??

প্রথমেই দামটা বলে নেই । ১৯৯৯ টাকা । যদিও আমাকে কাস্টমার কেয়ার থেকে ১ টাকা ফেরত দিতে চেয়েছিল, বললাম থাক এতগুলো টাকা নিয়েছেন আর এক টাকা ফেরত দিতে হবে না । কাস্টমার কেয়ারের আপু হাসল, আমিও হাসলাম হা হা হা হা…

বক্সের ভিতর পাবেন একটা ওয়াররেন্টি কার্ড, একটা কুইক স্টার্টেড গাইড, কিছু ইনফরমেশন, আর মডেমটা । আগের ৩জি মডেমের মতোই । সাথে ফ্রী সিম বা মেগাবাইট পাবেন না । নাই পেলেন, এক জিবির দাম আর কত, ৯ টাকা । জিনিসটা তো ভালো পাচ্ছেন ।

নতুন ৪জি মডেমটা আগের ৩জি মডেমের চেয়ে প্রায় দুইগুন ভারী । সাদা আর কালো দুইটা ভেরিয়েন্টেই পাবেন । উপরে জিপির লগো আর ৪জি লোগো দেওয়া আছে । লাইট ইনডিকেটরটা আগে ছিল নিচে আর এখন বডির একদম মাঝখানে । শুধুমাত্র মিনি-সিম ইউজ করতে পারবেন । আর মাইক্রো-এসডি কার্ডের জন্যও একটি স্লট রয়েছে আগের মতোই ।

এখন আসি সফটওয়্যার ইন্টারফেসে । আর এখানেই সবচেয়ে বেশি পরিবর্তন আনা হয়েছে । মডেমটিতে দেওয়া ইন্সট্রাকশন অনুযায়ী, মিনি-সিম কার্ড প্রবেশ করিয়ে পিসিতে লাগান । তাহলে অটোম্যাটিক ইন্সটলেশনের সব কাজ হয়ে যাবে । আপনাকে কিছুই করা লাগবে না । আর আপনার কম্পিউটারে যদি AutoRun বন্ধ করা থাকে তাহলে ফাইল এক্সপ্লোরার থেকে 4G আইকনে ডাবল ক্লিক করলেই কিছুক্ষনের মধ্যে ইন্সটলেশনের সব কাজ হয়ে যাবে ।

**পোষ্ট টি ভালো লাগলে অবশ্যই  কমেন্ট করে জানাতে ভুলবেন না

 

 

**আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন। নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন

,,,,
আল্লাহ্ হাফেজ,,,,,


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad

Ads Area