Ads Area

Google Adsense কেন এবং কিভাবে ব্যান হয়? অবশ্যই জেনে নিন

কেমন আসেন বন্ধুরা । আশা রাখি সবাই ভাল আছেন। কিন্ত আমি বেশি ভাল নাই কারন কয়েকদিন আগে আমার Adsense account ব্যান করে দিয়েছে। কিন্ত আমি আশা ছারছি না। আমি Adsense থেকে সফল হবই……।

তাই আজ লিখতে বসলাম কি কি কারনে Adsense account ব্যান হতে পারে ।
Bloging জগতে ইনকামের সবচেয়ে সহজ পদ্ধতি হল Adsense। আমাদের দেশে Adsense পাওয়াই দুসকর আবার পেলেও আমাদের কিছু ভুলের কারনে Adsense থেকে প্রাপ্ত ফলাফল পাই না বরং ব্যান করে দেয় আমাদের Account  এবং আমরা হতাশ হয়ে পরি কিন্তু হতাশ হবার কন কারন নাই আপনি একটু ভাল ভাবে খেয়াল রেখে Adsense ব্যবহার করলে সমস্যা নেই।
দেখুন কেন ব্যান হয় Adsense 
  • নতুন website অথবা blog এ Adsense add বসালে ব্যান খাওয়ার  সমভাবনা থাকে।
  • নিজের add এ নিজে click করলে adsense account ব্যান হবে।
  • SEO এর কাজ শেষ না করে add বসালে adsense account ব্যান হতে পারে।
  • বিভিন্ন সামাজিক website এ seo করার সময় adsense account ব্যান হতে পারে।
  • Refaral link এর মাধ্যমে বেশি visitor আসলে adsense account ব্যান হতে পারে।
  • একটি page এ ৩টির বেশি add বসালে account ব্যান হতে পারে।
  • Copy paste content ব্যবহার করলে adsense account ব্যান হবে।
  • Pornografi or sexul content post করলে ব্যান খাবেন।
ভাইয়ারা post টি যদি আপনাদের উপকারে আসে তাহলে আমার লেখা সারথক হবে। অবশ্যই আমাকে comment করবেন

Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad

Ads Area