Ads Area

এবার ছোট্ট সোনামনিদের বাংলা বর্ণমালা সম্পর্কে ধারণা দিন এন্ড্রয়েড ফোন দিয়ে।।

“পড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন”
↘≈আসসালামু আলাইকুম≈↙
আজ আপনাদের সাথে একটি শিশুতোষ এন্ড্রয়েড এ্যাপ শেয়ার করব এটা আপনার কতটা কাজে লাগবে তা ঠিক বুঝতে পারছিনা কিন্তু আপনার বাসায় যদি কোন ছোট কেউ থেকে থাকে তাহলে এই পোস্ট টি আপনার ভাল ও কাজে লাগবে বলেই আমার বিশ্বাস।
এই পর্যন্ত বড়দের জন্য তো অনেক পোষ্ট করেছি তাই আজ অনেক শখ করে আমার প্রিয় ছোটদের জন্য পোষ্ট টি শুরু করছি।আপনি দেখে থাকবেন ছোট বাচ্চাদের মাঝে একটি জিনিস লক্ষ্য করবেন তারা আলোর প্রতি খুব বেশি আকর্ষণ করে।তাই আমি এই পোস্ট টি তাদের অনেক কাজে লাগবে। আর আগেই বলি এই পোষ্ট টি ৩-৪ বছর বয়সের বাচ্চাদের জন্য।এই এ্যাপ থেকে ছোট বাচ্চারা তাদের স্কুল জীবনের আগের পাঠটুকু সেরে নিতে পারবে খেলার ছলে।কাগজের বই অনেক সময় ছিঁড়ে যেতে পারে কিন্তু এটি তো আর ছিরবে না আর এটা থেকে আপনি বাড়তি হিসাবে এখানে পাচ্ছেন ভয়েসের মাধ্যমে জানা। অর্থাৎ আপনি বর্ণে টাচ করলেই ভয়েসের মাধ্যমে সঠিক উচ্চারণে বলা হবে।
তাহলে চলুন আপনার সাথে এই এ্যাপ টির বিস্তারিত শেয়ার করি-
১) প্রথমে আপনার এন্ড্রয়েড ফোনে এ্যাপটি ইন্সটল করুন।
২) তারপর সরাসরি ওপেন করুন এবার প্রথমেই নিচের মত একটি স্ক্রিন পাবেন।
এখানে আপনি ৬টি চ্যাপ্টার পাবেন।চাপ্টারগুলো হচ্ছেঃ (ক)স্বরবর্ণ (খ)ব্যাঞ্জনবর্ণ (গ) সংখ্যা (ঘ) শব্দমালা (ঙ) এসো নিজে করি (চ) অনুশীলণী
এবার দেখে নিন ৬টি চাপ্টার এ কি কি থাকছে-
(ক)স্বরবর্ণঃএখানে থাকছে  আপনি বর্ণের উপর ক্লিক করলে সঠিক উচ্চারন জেনে নিতে পারেন।
(খ)ব্যাঞ্জনবর্ণঃ এই চাপ্টারে পাচ্ছেন ব্যাঞ্জনবর্ণ সবগুলো,নিচে দেখুন-
(গ) সংখ্যাঃ এখানে ১-১০ পর্যন্ত সংখ্যার সাথে দারুন কিছু ছবি থাকছে যেখানে পড়ার সাথে গুনাটাও শিখে নিতে পারবে।
(ঘ) শব্দমালাঃ এখানে বর্ণের সাথে তাল মিলিয়ে একটি করে বাক্য থাকছে যা শিশু কে খুব সহজে বাক্য শেখাতে সাহায্য করবে।এখানে আপনি বাক্যটি সঠিক উচ্চারণে শোনা যাবে।
(ঙ) এসো নিজে করিঃ এই চাপ্টারে নিজে নিজে করতে হবে।টাচ এ বর্ণটি হালকা করে দেওয়া আছে সেখানে হাত ঘুরালেই আস্তে আস্তে লেখা হয়ে যাবে।নিচের চিত্রগুলো দেখুন-
(চ) অনুশীলণীঃ এখানে পুরুটা শেষ হলে পরীক্ষাস্বরূপ এখানে সবগুলো বর্ণ এলোমেলো করে দেওয়া থাকবে। নিচের চিত্রগুলো দেখুন- 
এ্যাপ তথ্যঃ
Type Of File: APK

Size: 4.50 MB (4,725,036 bytes)

Varson:  1.1


এই পোষ্ট টি এখানেই শেষ হচ্ছে, আর একটি কথা এই এ্যাপটি এন্ড্রয়েড এর যেকোন ভার্সনেই চালাতে পারবেন।আশা করি কোন সমস্যা থাকার কথা না তারপরেও অন্য কোন সমস্যা থাকলে কমেন্ট করুন বা ফেসবুকে ইনবক্স করুন।

আমার ফেইসবুক ঠিকানাঃ  https://web.facebook.com/shahid.hossain.9849

Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad

Ads Area